সাভার মডেল কলেজের ১ম রিইউনিয়ন ২০২৫
আসসালামু আলাইকুম,
আশাকরি সাভার মডেল কলেজ পরিবারের প্রাক্তন শিক্ষার্থী সকলেই ভালো আছো। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণের প্রতিষ্ঠান সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার তারিখে ১ম রিইউনিয়ন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।
এই মহামিলনের মধ্য দিয়ে আমরা ফিরে যাবো আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনের মধুর দিনগুলিতে, মিলিত হবো পুরোনো বন্ধু এবং সম্মানিত শিক্ষকদের সাথে। এই মহা মিলনমেলায় সাভার মডেল কলেজের ১ম ব্যাচ থেকে ২৮তম ব্যচের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
মোঃ তৌহিদ হোসেন
অধ্যক্ষ
সাভার মডেল কলেজ
- প্রদত্ত ফর্মে ব্যক্তিগত তথ্যাবলী সঠিকভাবে পূরণ করতে হবে।
- ফর্মের শেষে রেজিস্ট্রেশন ফি প্রদান সাপেক্ষে ফর্মটি সাবমিট করতে হবে।
- ব্যাংক একাউন্ট ও বিকাশ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে।
- সর্বক্ষেত্রে অবশ্যই ট্রানজেকশন আইডি ফর্মে প্রদান করতে হবে।
- রেজিস্ট্রেশন ফি পেমেন্ট না করলে নিবন্ধনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
- রেজিষ্ট্রেশন ফর্মের শেষে অবশ্যই নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি প্রদান করতে হবে। (ছাত্রীদের ক্ষেত্রে ছবি প্রদান বাধ্যতামূলক নয়। ছাত্রীরা চাইলে নেকাবসহ ছবি প্রদান করতে পারবে।)
নিবন্ধনের ২টি সহজ ধাপ
ফরম পূরণ
- ছবি আপলোড ও ব্যক্তিগত তথ্য পূরণ
- মোবাইল নম্বর ও ইমেইল আইডি প্রদান
- রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন
রেজিস্ট্রেশন ফি পেমেন্ট
- ব্যাংক ট্রান্সফার (ট্রানজেকশন আইডি)
- বিকাশ পেমেন্ট (ট্রানজেকশন আইডি)
নোটঃ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট না করলে নিবন্ধনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
স্থান: সাভার মডেল কলেজ
সময়: সকাল ০৮:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত
📢 বি.দ্র: প্রয়োজনে কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে।
রিইউনিয়নে নিবন্ধিত অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য যা থাকছে
কুরআনের তাফসির
(অন্য ধর্মাবলম্বীদের জন্য বিকল্প উপহার)
টি শার্ট
পাটের ব্যাগ
স্মরনিকা
কাঠের ঘড়ি
চাবির রিং
খাবারের আয়োজন
01
সকালের নাশতা
ডিম দিয়ে সবজি খিচুড়ি ও পানির বোতল
02
দুপুরের খাবার
মাটন কাচ্চি, জালি কাবাব, বোরহানি ও পানির বোতল
03
বিকেলের নাশতা
কমলা, কেক ও জুস
অনুষ্ঠানসূচী
01
র্যালি ও সকালের নাস্তা
শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে র্যালি ও সকালের নাস্তার আয়োজন
- 8:30 AM - 10:00 AM
01
স্মৃতিচারণ
ব্যাচভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের স্মৃতিচারণ
- 10:00 AM - 11:00 AM
02
আলোচনা
সম্মানিত অতিথিদের আলোচনা
- 11:00 AM - 12:00 PM
03
সম্মাননা
বিশেষ কৃতী শিক্ষার্থিদের সম্মাননা
- 12:00 PM - 01:00 PM
03
দুপুরের খাবার
সকল অতিথি, সাবেক শিক্ষার্থি ও শিক্ষকদের নিয়ে দুপুরের খাবার গ্রহন
- 1:30 PM - 2:30 PM
03
সম্মাননা
বিদায়ী ও বর্তমান শিক্ষকদের সম্মাননা
- 3:00 PM - 4:00 PM
03
সাংস্কৃতিক অনুষ্ঠান
সাবেক এবং বর্তমান শিক্ষার্থী কতৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
- 4:30 PM - 6:30 PM
04
বিকেলের নাস্তা
সকল অতিথি, সাবেক শিক্ষার্থি ও শিক্ষকদের নিয়ে বিকেলের নাস্তা গ্রহন
- 5:30 PM - 6:30 PM
04
সম্মাননা প্রদান
মডেল কলেজ সংশ্লিষ্ট স্বরণীয় ব্যক্তিদের সম্মাননা প্রদান
- 6:30 PM - 8:30 PM
নোটঃ অনুষ্ঠানসূচী যে কোন সময় পরিবর্তন হতে পারে।
যারা অংশগ্রহণ করতে পারবে
যারা সাভার মডেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট (H.S.C.) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন, তারা রিইউনিয়নে অংশগ্রহনের জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন এবং রেজিস্ট্রেশন সম্পন্নকরণের মাধ্যমে এ মহা মিলনমেলায় অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণকারী যে কোনো প্রাক্তন ছাত্র-ছাত্রী চাইলে তাঁদের পিতা-মাতা, স্বামী-স্ত্রী ও সন্তানসহ এই রিইউনিয়নে অংশগ্রহণ করে সাভার মডেল কলেজ রিইউনিয়ন – ২০২৫ এর ইতিহাসের অংশ হয়ে থাকতে পারবেন। সকল এসএমসিয়ানের অংশগ্রহন একান্তভাবে কাম্য।
পুনঃ সংযোগ
বছরের পর বছর না দেখা সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবারও ফিরে যান আপনার সোনালী কলেজ জীবনের দিনে।
উদযাপন
মজার সব আয়োজন, প্রানের বন্ধু ও শিক্ষদের মিলন মেলা, ছবি প্রদর্শনী আর নস্টালজিয়ায় ভরা মুহূর্তের মাধ্যমে ফিরে যান স্মৃতির পথে, সব ভুলে।
সম্পর্ক
বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে আপনার পেশাগত ও ব্যক্তিগত পরিচিতির নেটওয়ার্ক আরও বিস্তৃত করুন।
ঐতিহ্য
সহপাঠী কিংবা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিন এ মিলন মেলায় এবং বছরের পর বছর ধরে মডেল কলেজের সম্বৃদ্ধি, ঐতিহ্য ও অর্জনকে একসাথে উদযাপন করুন।
কলেজের সাম্প্রতিক ইভেন্টসমূহ
রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা ও জিজ্ঞাসায় যোগাযোগ করুন
রিইউনিয়ন সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমরা আছি

আহ্বায়ক (মূল কমিটি)
০১৬৭৮ ১৩৫ ৯৫৫

আহ্বায়ক (রেজিস্ট্রেশন)
০১৯২০ ৩৮৯ ১৩৮

যুগ্ন আহ্বায়ক (রেজিস্ট্রেশন)
মোবাইল নাম্বারঃ

যুগ্ন আহ্বায়ক (রেজিস্ট্রেশন)
মোবাইল নাম্বারঃ

সদস্য সচিব (রেজিস্ট্রেশন)
মোবাইল নাম্বারঃ

সদস্য সচিব (রেজিস্ট্রেশন)
০১৬৮৪ ১৭৫ ৫৫১
রিইউনিয়নে অংশগ্রহনকৃত সাবেক ছাত্র/ছাত্রীদের উদ্দ্রিতি
স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে
অধীর আগ্রহের পর আবার সময় এসেছে প্রানের বন্ধুদের সাথে পুনরায় মিলিত হওয়ার, স্মৃতিগুলো ভাগ করার এবং উদযাপন করার। সাভার মডেল কলেজ রিইউনিয়ন – ২০২৫ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে! রেজিস্ট্রেশন করেছো তো!
